দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে উৎসাহ ও সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) স্থাপনকল্পে ১৯৯০ সনে জাতীয় সংসদে ৯নং আইনের আওতায় বিসিসি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৮ সনে বিভাগীয় সদরে স্ট্যান্ডার্ড কম্পিউটার প্রশিক্ষণ কোর্স পরিচালনা প্রকল্পের আওতায় বিসিসি রাজধানী শহরের বাহিরে ৬ টি স্থানে (রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ফরিদপুর) তার কার্যক্রম প্রসারিত করে । সময়ের পরিক্রমায় উক্ত কার্যক্রমের ব্যাপক প্রসারের ফলে ২০০২ সালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বরিশাল আঞ্চিলক কার্যালয়ের কার্যক্রম শুরু হয়। বিসিসি বরিশাল আঞ্চিলক কার্যালয়ে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির সর্বসাম্প্রতিক বিষয়ে সরকারি/ বেসরকারি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ এবং পরামর্শ সেবা চালু রয়েছে।