Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ মে ২০২৫

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), আঞ্চলিক কার্যালয়, বরিশালের আয়োজনে অনুষ্ঠিত হলো "প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা-২০২৫"


প্রকাশন তারিখ : 2025-05-24
অদ্য ২৪/০৫/২০২৫ তারিখ শনিবার বিসিসি আঞ্চলিক কার্যালয়, বরিশাল-এ স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে তথ্য প্রযুক্তি বিষয়ে উৎসাহিত করার জন্য দিনব্যাপী দুইটি ক্যাটাগরিতে "প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা-২০২৫" সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ক্যাটাগরি-১ এ ৬০ জন এবং ক্যাটাগরি-২ এ ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এ প্রতিযোগিতায় জুনিয়র ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সুদীপ্ত সমাদ্দার অর্ঘ্য এবং সিনিয়র ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে বরিশাল জিলা স্কুলের মো: সামিন মুস্তাকিম।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জুনিয়র ক্যাটাগরিতে (৬ষ্ঠ থেকে ৮ম) ৬০ জন এবং সিনিয়র ক্যাটাগরিতে (৯ম থেকে দ্বাদশ) ৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা মাজিষ্ট্রেট জনাব সুফল চন্দ্র গোলদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো: ইরফান এবং বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান (পদার্থ) ড. মো: তারেক হোসেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিসিসি বরিশালের আঞ্চলিক পরিচালক জনাব মোহাম্মদ জসীম। প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপে (আইসিটি বিষয়ক কুইজ প্রতিযোগিতা) ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীকে যথাক্রমে পাঁচ হাজার, চার হাজার ও তিন হাজার টাকার প্রাইজবন্ড, ক্রেস্ট ও সার্টিফিকেট এবং সিনিয়র গ্রুপে (প্রোগ্রামিং প্রতিযোগিতা) ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীকে যথাক্রমে দশ হাজার, আট হাজার ও ছয় হাজার টাকার প্রাইজবন্ড, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।