অদ্য ১৮ই ফেব্রুয়ারি,২০২৫খ্রীঃ বিসিসি বরিশালের সেমিনার কক্ষে আয়োজন করা হয় “দাপ্তরিক কর্মকাণ্ডে গতিশীলতায় 4IR, AI এবং ChatBot” শীর্ষক সেমিনার। সেমিনারে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন বিসিসির সচিব (উপ সচিব) জনাব মোঃ জাকির হোসেন বাচ্চু এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব উপমা ফারিসা।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মঞ্জুর আহমেদ। সেমিনারে আলোচক হিসেবে ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক পরিচালক, জনাব মোহাম্মদ জসীম। সঞ্চালনায় ছিলে উক্ত কার্যালয়ের সহকারী ইঞ্জিনিয়ার (ফ্যাসিলিটিজ অপারেশন) মোঃ তানজীল ইসলাম খান।
সেমিনারে বিভাগীয় কমিশনারের কার্যালয়, রেঞ্জ ডি আই জির কার্যালয়, জেলা প্রশাসন, সিভিল সার্জনের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, বিটিসিএল,সমবায় কার্যালয়,পরিবার পরিকল্পনা কার্যালয়, সামাজিক বন বিভাগ, সমবায় অফিস, ওজোপাডিকো, পিজিসিবি, এলজিইডি , মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড , মৎস্য অধিদপ্তর, কৃষি অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সমাজ সেবা কার্যালয়, যুব উন্নয়ন সহ বিভিন্ন সরকারি দপ্তরের মোট ৩০ জন অফিস প্রধান্ ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।
প্রথমে প্রধান অতিথি মহোদয়ের সম্মতি নিয়ে সেমিনার শুরু করা হয়, উক্ত কার্যালয়ের সকল কার্যক্রসহ এবং আইসিটিতে বিসিসির ভূমিকা তুলে ধরে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
পরিবর্তীতে প্রধান অতিথি মহোদয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব জনাব জাকির হোসেন বাচ্চু মূল্যবান বক্তব্য পেশ করেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি তার বক্তব্যে প্রযুক্তিগত উন্নয়নের সাথে বর্তমান দাপ্তরিক কাজের সংযুক্তি রয়েছে তার বিভিন্ন উদাহরন তুলে ধরে সকলকে উৎসাহিত করেন। তাছাড়া দাপ্তরিক কাজে সহজ করার লক্ষ্য বিসিসির তৈরী করা কিছু অ্যাপলিকেশনের ভূমিকা তিনি তুলে ধরেন। এর সাথে তিনি সেমিনারের উদ্ধোধনীর মাধ্যমে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য পেশ করেন।
এরপর মূল প্রবন্ধউপস্থাপক বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মঞ্জুর আহমেদ তিনি তার মূল প্রবন্ধ উপস্থাপন করেন বক্তব্যের মাঝে তিনি 4IR এর টুলস এবং এর গুরুত্ব ডিপসিক, চ্যাট জিপিট, কো-পাইলট, মিড জার্নি, বাংলা ওসিআর, স্পিচ কনভার্সন, , চ্যাটবটের বিভিন্ন টুলস ইত্যাদি ব্যবহারিক জ্ঞানসহ দাপ্তরিক কাজে এর সম্পৃক্ত ও গুরুত্ব পেশ করেন। এর পর আলোচক হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসেন ফয়সাল তার বক্তব্য পেশ করেন।
মুক্ত আলোচনায় আলোচক ও সেমিনারে উপস্থিত কর্মকর্তাগন তাদের নিজ নিজ অফিসের কর্মকান্ডের সাথে AI এবং CHATBOT এর সম্পৃক্ততা কিভাবে তৈরী করা যায় সে বিষয়েও আলোচনা হয়। আলোচক বৃন্দ বাংলাদেশকে একটি জ্ঞাননির্ভর ও অন্তর্ভুক্তি মূলক ডিজিটাল সমাজ হিসেবে তৈরি করতে বক্তব্য প্রদান করেন।
এরপর বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক জনাব উপমা ফারিসা প্রযুক্তির সাথে যুক্ত থেকে দাপ্তরিক কার্যকে আরো বেগবান বর্তমান যুগের এর গুরুত্ব অপরিসীম বলে তিনি তার বক্তব্যে তা ফুটিয়ে তুলেন। এরপর সভাপতি উক্ত কার্যালয়ের আঞ্চলিক পরিচালক জনাব মোহাম্মদ জসীম, অফিস অটোমেশনে চ্যাটবট ও ভার্চুয়াল অ্যাসিস্টান্ট কিভাবে অফিসের কাজে সহজতর করে তুলতে পারে তা নিয়ে আরো কিছু বিস্তারিত আলোচনা করেন এবং সেমিনারের সকল কর্মকর্তাগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে উক্ত সেমিনারের সমাপ্তি ঘোষনা করেন।