Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st সেপ্টেম্বর ২০২৪

CASOM-273 ব্যাচের শুভ উদ্ভোধন


প্রকাশন তারিখ : 2024-09-01

বিগত ২৯-০৮-২০২৪ ইং তারিখ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আঞ্চলিক কার্যালয়, বরিশালে “Computer Application for Smart Office Management (CASOM) ”এর ২৭৩ ব্যাচের  শুভ উদ্বোধন করা হয়। কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন বিসিসি বরিশালের আঞ্চলিক কার্যালয়ের সেন্টার ইন চার্জ জনাব মোহাম্মদ জসীম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল কার্যালয়ের এসোসিয়েট (লেয়ার ওয়ান সার্ভিস ডেলিভারি) এম আই মোঃ  বাকী বিল্যাহ, সহকারী ইঞ্জিনিয়ার ( ফ্যাসিলিটিজ অপারেশন) মোঃ তানজীল ইসলাম খান এবং অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।