গত ৬ অক্টোবর ২০২৪ তারিখে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বরিশাল আঞ্চলিক কার্যালয়ে "Essential Computer Skills for Persons with Disabilities" কোর্সের ৪র্থ ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে অনলাইনে আমাদের সাথে সংযু্ক্ত ছিলেন জনাব মোঃ জফরুল আলম খান , সিনিয়র সিস্টেমস এনালিস্ট এবং ইনচার্জ (প্রশিক্ষণ ও উন্নয়ন)। বিশেষ অতিথি হিসেবে অনলাইনে সংযু্ক্ত ছিলেন জনাব মোঃ গোলাম রববানী, ম্যানেজার (সিস্টেমস)। অনুষ্ঠানটি সভাপতিত্ত্ব করেন জনাব মোহাম্মদ জসীম, আঞ্চলিক পরিচালক, বিসিসি,বরিশাল। উক্ত কার্যালয়ের আসোসিয়েট(লেয়ার ওয়ান সার্ভিস ডেলিভারী) জনাব এম.আই. মোঃ বাকী বিল্যাহ, সহ বরিশাল আঞ্চলিক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, ২০ জন প্রশিক্ষণার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।