অদ্য ১৩-৩-২০২৩ইং তারিখ বিসিসি বরিশাল আঞ্চলিক কার্যালয়ে স্টেকহোল্ডারগনের উপস্থিতিতে অভিযোগ প্রতিকার ও সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে এক অভহিতকরন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় স্বশরীরে/ভার্চুয়ালীভাবে সকল স্টেকহোল্ডারগন যুক্ত ছিলেন এছাড়া আরো উপস্থিত ছিলেন কার্যালয়ের সকল কর্মকর্তা/ কর্মচারীগন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসি বরিশালের আঞ্চলিক পরিচালক জনাব মোহাম্মদ জসীম। সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েট জনাব এম.আই. মোঃ বাকী বিল্যাহ।