অদ্য ১৮ই অক্টোবর ২০২৪ তারিখে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মোঃ সানোয়ার জাহান ভূঁইয়া (অতিরিক্ত সচিব) বরিশাল আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি Computer Application for Smart Office Management (CASOM-276) কোর্সের শুভ উদ্বোধন করেন এবং স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা করেন। তিনি প্রশিক্ষনার্থীদের দক্ষ মানবসম্পদে রূপান্তরিত হতে কম্পিউটার দক্ষতায় পারদর্শী হতে আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সচিব মোঃ জাকির হোসেন বাচ্চু, ম্যানেজার (সিস্টেমস) মোঃ গোলাম রববানী, ম্যানেজার (নেটওয়ার্ক অপারেশন) শেখ মফিজুর রহমান, আঞ্চলিক পরিচালক মনিরুল ইসলাম, অ্যাডমিনিস্ট্রেটর (ওয়েব) সুমন কুমার পাটোয়ারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক কার্যালয়ের ইনচার্জ আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জসীম। এর পূর্বে তিনি প্রতিবন্ধীদের অংশগ্রহণে Essential Computer Skill for Physically Disabled (ECSPD-4) কোর্সের ক্লাসে পরিদর্শন করেন। তিনি তাদেরকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং কম্পিউটার দক্ষতায় পারদর্শী হয়ে স্বাবলম্বী হতে উদ্বুদ্ধ করেন। এর পরে তিনি আঞ্চলিক কার্যালয়ের স্থায়ী অফিসের জন্য সম্ভাব্য খাস জমির স্থান পরিদর্শন করেন। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন বরিশাল কার্যালয়ের অ্যাসোসিয়েট (লেয়ার ওয়ান সার্ভিস ডেলিভারি) এম আই মোঃ বাকী বিল্যাহ, সহকারী ইঞ্জিনিয়ার ( ফ্যাসিলিটিজ অপারেশন) মোঃ তানজীল ইসলাম খান এবং অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।