Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ ডিসেম্বর ২০২৪

গত ১৯ শে ডিসেম্বর ২০২৪ইং তারিখ বিসিসি, বরিশাল আঞ্চলিক কার্যালয় ও বরিশাল পলিটেকনিক ইন্সিটিটিউট এর মধ্যকার সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়।


প্রকাশন তারিখ : 2024-12-20

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আঞ্চলিক কার্যালয়, বরিশাল  এবং বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট -এর মধ্যে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে আজ ১৯ ডিসেম্বর ২০২৪ এ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে বিসিসি বরিশালের আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জসীম সভাপতি এবং বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট -এর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ রুহুল আমিন  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট এর উপাধ্যক্ষ প্রকৌশলী বাবু সাহা, ইন্সট্রাক্টর মেজবাহ উদ্দিন গাজী, বিসিসি বরিশালের সহকারী ইঞ্জিনিয়ার ( ফ্যাসিলিটিজ অপারেশন) মোঃ তানজীল ইসলাম খান,  মেইন্টেন্যান্স সাপোর্ট ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান  খান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের একাংশ